রোববার

০৭ সেপ্টেম্বর ২০২৫


২৩ ভাদ্র ১৪৩২,

১৩ রবিউল আউয়াল ১৪৪৭

করোনা ভ্যাকসিন নিবন্ধনে ‘সুরক্ষা’ ওয়েবসাইট চালু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৪৩, ২৬ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:১১, ২৬ জানুয়ারি ২০২১
করোনা ভ্যাকসিন নিবন্ধনে ‘সুরক্ষা’ ওয়েবসাইট চালু

ছবি: সংগৃহীত

ঢাকা (২৬ জানুয়ারি): দেশের জনগণকে কোভিড ১৯ এর ভ্যাকসিন নিতে নিবন্ধনের জন্য ‘সুরক্ষা’ ওয়েবসাইট চালু করেছে সরকার। ২৭ শে জানুয়ারি বুধবার বিকেল থেকে http://www.surokkha.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন শুরু হবে।

এ ওয়েবসাইটে আগ্রহী ব্যক্তিদের দির্ধারিত ক্যাটাগরির আওতায় নিবন্ধন করতে হবে। এরপরে মোবাইল নম্বরের মাধ্যমে তাকে নিবন্ধন নিশ্চিত করার জন্য একটি পাসওয়ার্ড দেওয়া হবে। নিবন্ধনের পর একজন ব্যক্তিকে ভ্যাকসিন নেওয়ার জন্য প্রয়োজনীয় নিদের্শনা দেয়া হবে।

ওয়েবসাইট থেকে তাদেরকে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করতে হবে। এরপর ভ্যাকসিন এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে নিবন্ধনকারীকে নির্ধারিত ভ্যাকসিন সেন্টারে যেতে হবে। নিবন্ধনকারীকে আট সপ্তাহের মধ্যে দুই দফা ভ্যাকসিন দেওয়া হবে।

দুটি ডোজ দেয়া শেষ হলে ওয়েবসাইট থেকে একটি ভ্যাকসিনের সনদপত্র দেওয়া হবে।

সরকার ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ৭,০০০ এরও বেশি ভ্যাকসিন সেন্টারের মাধ্যমে কোভিড ১৯ এর ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা করেছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়