সোমবার

০৬ মে ২০২৪


২৩ বৈশাখ ১৪৩১,

২৬ শাওয়াল ১৪৪৫

কেরালায় ভারী বর্ষণ ও ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০১, ১৭ অক্টোবর ২০২১   আপডেট: ২১:০৪, ১৭ অক্টোবর ২০২১
কেরালায় ভারী বর্ষণ ও ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা (১৭ অক্টোবর): টানা ভারী বর্ষণে এবং তার কারণে সৃষ্ট ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের কেরালা রাজ্য। এ ঘটনায় এ পর্যন্ত রাজ্যটিতে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে, সেখানে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। খবর, এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইদুক্কী ও কোট্টায়াম জেলা। সেখানে পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। এবং বহু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির সেনা ও নৌবাহিনীর বিশেষ টিম। রাজ্যেটির অধিকাংশ নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।

এদিকে, রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বলেছেন, কেরালা রাজ্যে কিছু জায়গার পরিস্থিতি খুব খারাপ। মানুষের জীবন রক্ষার পাশাপাশি ক্ষয়ক্ষতি ঠেকাতে আমাদের যা করণীয় তা করা হচ্ছে। 

এ পরিস্থিতিতে রাজ্যের ইদুক্কী, কোট্টায়াম, পত্থনমথিট্টা, এর্নাকুলাম, ত্রিচুর, পলক্কড় জেলায় জারি রয়েছে রেড এলার্ট।  

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়