শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

০৯ শাওয়াল ১৪৪৫

ব্রিটেনে ছুরিকাঘাতে এমপির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৫০, ১৬ অক্টোবর ২০২১  
ব্রিটেনে ছুরিকাঘাতে এমপির মৃত্যু

ছবি: স্যার ডেভিড অ্যামেস

ঢাকা (১৫ অক্টোবর): ব্রিটেনে ছুরিকাঘাতে রক্ষণশীল দলের এমপি স্যার ডেভিড অ্যামেস মারা গেছেন। শুক্রবার একাধিক ছুরিকাঘাতের এ ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। খবর স্কাই নিউজ।

পুলিশ জানিয়েছে, লেইগ-অন-সি এলাকার ভেলফেয়ার মেথোডিস্ট গীর্জায় এসেক্সের এমপি স্যার ডেভিড অ্যামেসের ওপর হামলা চালানো হয়। স্কাই নিউজ বলছে এক ব্যক্তি হেঁটে এসে তাকে একাধিকবার ছুরিকাঘাত করেন।

হামলার পরপর ঘটনাস্থলেই তার চিকিৎসা শুরু করা হয়। স্থানীয় রক্ষণশীল দলের পক্ষ থেকে বলা হয়েছিল উন্নত চিকিৎসা দিতে এয়ার অ্যাম্বুলেন্স তৈরী ছিল। কিন্তু ছুরিকাঘাতের পর চিকিৎসারত অবস্থাতেই তার মৃত্যু হয়।

স্যার ডেভিড অ্যামেস ১৯৯৭ সাল থেকেই সাউদেন ওয়েস্টের এমপি ছিলেন। ১৯৮৩ সালে তিনি প্রথম বারের মতো এমপি হিসেবে পার্লামেন্টে যান।
 
এসেক্স পুলিশ এক বিবৃতিতে বলেছে, লেইগ-অন-সি এলাকায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরেক বার্তায় পুলিশ জানিয়েছে, দুপুর ১২ টার পরপরই আমরা ইস্টউড রোডে ছুরিকাঘাতের খবর পেয়েছি। ঘটনার পর এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আপাতত আমরা আর কারও খোঁজ করছি না।    

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়