বুধবার

২৪ এপ্রিল ২০২৪


১১ বৈশাখ ১৪৩১,

১৫ শাওয়াল ১৪৪৫

লেবাননে বিচারকের অপসারণ দাবিতে বিক্ষোভ, গুলিতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩২, ১৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৩৪, ১৫ অক্টোবর ২০২১
লেবাননে বিচারকের অপসারণ দাবিতে বিক্ষোভ, গুলিতে নিহত ৬

ছবি: এএফপি’র সৌজন্যে

ঢাকা (১৫ অক্টোবর): লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভ মিছিলে গুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তে নেতৃত্ব দেওয়া বিচারককে অপসারণের দাবিতে হিজবুল্লাহ ও শিয়া আমাল মুভমেন্ট সমর্থকরা বিক্ষোভ করে। গতকাল বৃহস্পতিবার তারা বিক্ষোভ মিছিল করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের দাবি, লেবানন ফোর্সেস (এলএফ) গোষ্ঠীর খ্রিষ্টান স্নাইপাররা লেবাননকে সংঘাতের দিকে টেনে আনার জন্য জনতার উপর গুলি চালিয়েছে।

২০২০ সালের আগস্ট মাসে বৈরুত বন্দরের রাসায়নিকের গুদামে বিস্ফোরণে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এ ঘটনার তদন্ত করছেন লেবাননের বিচারক তারেক বিতার। কিন্তু হিজবুল্লাহ এই বিচারকের বিরোধিতা করে আসছে। বিতারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলেছে তারা।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়