বুধবার

২৪ এপ্রিল ২০২৪


১১ বৈশাখ ১৪৩১,

১৫ শাওয়াল ১৪৪৫

এক বছরের মধ্যে অধিকৃত এলাকা ছাড়তে আব্বাসের হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২২, ২৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২২:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২১
এক বছরের মধ্যে অধিকৃত এলাকা ছাড়তে আব্বাসের হুশিয়ারি

ছবি: জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ঢাকা (২৫ সেপ্টেম্বর): ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলকে অধিকৃত এলাকা এক বছরের মধ্যে ছেড়ে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন। অন্যথায় তিনি ইসরাইলের স্বীকৃতি প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ হুশিয়ারি ও হুমকি দেন। খবর আল জাজিরা।

আব্বাস বলেন, ইসরাইল যদি বেধে দেওয়া সময়ের মধ্যে ফিলিস্তিনের অধিকৃত এলাকা থেকে সরে না যায়, তাহলে ১৯৬৭ সালের আগের সীমানা নির্ধারিত ইসরাইলকে তিনি আর স্বীকার করবেন না।  

আব্বাস বলেন, ‘আমরা বলতে চাই যে, দখলদার ইসরাইলকে পূর্ব জেরুজালেমসহ ১৯৬৭ সালে দখলকরা ফিলিস্তিনের ভূখণ্ড থেকে এক বছরের মধ্যে সরে যেতে হবে।’

তিনি বলেন, ‘এ না করা হলে, কেন ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরায়েলের স্বীকৃতি অব্যাহত রাখবো?’

ফিলিস্তিনি নেতা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে এ বিষয়ে ‘একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন’ আয়োজনের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি জাতিসংঘের রেজুলেশন অনুসারে ইসরাইল এবং ফিলিস্তিন দুই রাষ্ট্র সমস্যার সমাধানে সারা বছর কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।’

তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা ‘ফিলিস্তিনি রাষ্ট্রের ভূমি দখলের বৈধতার ইস্যুতে’ আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্যও প্রস্তুত রয়েছে।

ইসরায়েল ফিলিস্তিনি নেতা আব্বাসের এ দাবি প্রত্যাখান করে দিয়েছে। জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, ‘যারা সত্যিকার অর্থে শান্তি ও আলোচনার সমর্থন করে তারা জাতিসংঘের মতো প্ল্যাটফর্ম থেকে এভাবে আলটিমেটামের হুমকি দেয় না। যেমনটি তিনি তার বক্তৃতায় দিয়েছেন’।

এরদান বলেন, আব্বাসের বক্তব্য "আবারও প্রমাণ করেছে যে, তিনি আর কথা বলার জন্য প্রাসঙ্গিক নন’।

দুই-রাষ্ট্রীয় সমস্যা নিয়ে একটি সমাধানে পৌছানোর জন্য সেখানকার শান্তি প্রক্রিয়া বছরের পর বছর ধরে স্থবির হয়ে আছে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়