শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

উত্তর দিল্লির এক আদালতে গোলাগুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২৩:০০, ২৪ সেপ্টেম্বর ২০২১
উত্তর দিল্লির এক আদালতে গোলাগুলি, নিহত ৩

ছবি: সংগৃহীত

ঢাকা (২৪ সেপ্টেম্বর): দিল্লির একটি আদালতে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উত্তর দিল্লির রোহিনীর এক আদালতে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সন্ত্রাসী জিতেন্দ্র গোগীও রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর, এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই আদালতকক্ষের ভেতরে গোলাগুলির ঘটনা প্রতিপক্ষ গ্রুপের হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগী। এ ছাড়া দুই হামলাকারীও নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয়েছেন।

জিতেন্দ্র গোগী বেশ কয়েকটি মামলার আসামি। তিনি তিহারে কারাগারে ছিলেন। তাকে আদালতে হাজির করা হলে এই গোলাগুলির ঘটনা ঘটে। প্রতিদ্বন্দ্বী টিল্লু গ্যাং হামলা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা আইনজীবীদের পোশাক পরা ছিল। 

প্রত্যক্ষদর্শীদের মতে, গোগীকে নিয়ে পুলিশ আদালত চত্বরে প্রবেশ করলেই ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলেই গোগীর মৃত্যু হয়।  

দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্থানা এনডিটিভিকে বলেন, প্রতিদ্বন্দ্বী গ্রুপের দুজন আদালতে গোগীর ওপর হামলা চালায়। তখন পুলিশও পাল্টা গুলি করে। এতে দুই হামলাকারী নিহত হয়।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়