শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

রোহিঙ্গাদের আরও ১৮ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২১
রোহিঙ্গাদের আরও ১৮ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ঢাকা (২৩ সেপ্টেম্বর): রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র আরও ১৮ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে। গতকাল বুধবার এ ঘোষণা করা হয়। খবর,  আল-জাজিরার।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ২০১৭ সালের আগস্ট থেকেই রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। 

পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে এ পর্যন্ত ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাঠানো হয়েছে।

নেড প্রাইস বলেন, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা, আশ্রয়, দুর্যোগে সাড়া, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসহ নানা ক্ষেত্রের জন্য এ সহায়তা দেওয়া হয়েছে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়