মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্যবিধি মেনে হজ পালনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩৪, ২১ জুলাই ২০২১   আপডেট: ১৯:৪০, ২১ জুলাই ২০২১
স্বাস্থ্যবিধি মেনে হজ পালনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবের অভিনন্দন

ছবি: সংগৃহীত

ঢাকা (২১ জুলাই): বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে হজের আয়োজন করায় সৌদি কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

গত সোমবার এক টুইট বার্তায় তিনি এ অভিনন্দন জানান। খবর, আল আরাবিয়া। 

আল আবাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, টুইট বার্তায় আন্তোনিও গুতেরেস লিখেন, এ বছর হজ পালন করতে ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়েছেন। কোভিড-১৯ মহামারি সংক্রমণ রোধে হজযাত্রীদের নিরাপত্তায় সৌদি কর্তৃপক্ষে গৃহীত পদক্ষেপকে আমরা অভিনন্দ জানাচ্ছি।

এরপর আরেকটি টুইট বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ‘ঈদ মোবারক’ লিখে মুসলিমদের শুভেচ্ছা জানান। 

উল্লেখ্য, গত শনিবার থেকে সৌদিতে অবস্থানরত ৬০ হাজার হজযাত্রী নিয়ে হজের মূল কার্যক্রম শুরু হয়েছিল। এবার হজে ১৫০টি দেশের নাগরিক রয়েছে বলে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে, হজের কার্যক্রম চলাকালে হজযাত্রীদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়