শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

করোনায় ৩৮ লাখ ৮২ হাজার মৃত্যু, আক্রান্ত ১৭ কোটি সাড়ে ৯২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৫৯, ২১ জুন ২০২১   আপডেট: ২৩:৫৯, ২১ জুন ২০২১
করোনায় ৩৮ লাখ ৮২ হাজার মৃত্যু, আক্রান্ত ১৭ কোটি সাড়ে ৯২ লাখ

ছবি: সংগৃহীত

ঢাকা (২১ জুন): বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত মোট ১৭ কোটি সাড়ে ৯২ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। যার মধ্যে এ ভাইরাসে ৩৮ লাখ ৮২ হাজার  মানুষ প্রাণ হারিয়েছে।

এদিকে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমলেও শনাক্ত বেড়েছে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ১২৯ জন। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৫৬০ জন। এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ৩৩৯ জন।

এর পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৮ হাজার ১৭ জন। ওই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ২ লাখ ৪৩ হাজার ১১১ জন। এবং সুস্থ হয়ে উঠিছিলেন ৩ লাখ ৫৩ হাজার ৭২৮ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে সোমবার সকাল সাড়ে ৮টায় এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বে এ পর্যন্ত মোট ১৭ কোটি ৯২ লাখ ৫২ হাজার ৪১৬ জনের করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। যার মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৮ লাখ ৮২ হাজার ৮ জন। এব্ং এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৩২৫ জন।

বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৬ হাজার ১ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৬ লাখ ১৭ হাজার ১৬৬ জন। এবং করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৭ লাখ ১১ হাজার ৩১৫ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জন। এবং সুস্থ হয়েছেন ২ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৫২৯ জন।

তালিকায় এরপর পর্যায়ক্রমে রয়েছে— ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি। এ ছাড়া, সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

Nagad
Walton

সর্বশেষ