বৃহস্পতিবার

০৯ মে ২০২৪


২৬ বৈশাখ ১৪৩১,

০১ জ্বিলকদ ১৪৪৫

ভারতে একদিনে মৃত্যু প্রায় ৪ হাজার, শনাক্ত ৭০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২৯, ১৪ জুন ২০২১   আপডেট: ১৭:৩০, ১৪ জুন ২০২১
ভারতে একদিনে মৃত্যু প্রায় ৪ হাজার, শনাক্ত ৭০ হাজার

ছবি: সংগৃহীত

ঢাকা (১৪ জুন): বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টাও প্রায় ৪ হাজার মানুষ মারা গেছে। তবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ছিল তুলনামূলক কম, অর্থাৎ এ সময় করোনাভাইভারে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭০ হাজারেরও বেশি মানুষ। 

সোমবার এ তথ্য প্রকাশ করেছে ভারত থেকে প্রকাশিত বাংলাভাষী গণমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’।

আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। দেশটিতে এ বছর ১ এপ্রিলের পর এটিই সবচেয়ে কম দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে।  

অবশ্য, সংক্রমণ তুলনামূলক কমলেও কমছে না দৈনিক মৃতের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। যার ফলে ভারতে মোট মৃতের সংখ্যা এখন ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়