মঙ্গলবার

২৩ এপ্রিল ২০২৪


১০ বৈশাখ ১৪৩১,

১৪ শাওয়াল ১৪৪৫

করোনায় একদিনে ১১ হাজার ৩৯৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:২৩, ১১ জুন ২০২১   আপডেট: ১৬:২৬, ১১ জুন ২০২১
করোনায় একদিনে ১১ হাজার ৩৯৯ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা (১১ জুন): বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১১ হাজার ৩৯৯ জন মানুষ। এদিকে, এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৮৫২ জন। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯০ হাজার ৬৭৩ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে শুক্রবার সকাল শোয়া ৮টায় এসব তথ্য সংগ্রহ করা হযেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৫৬ লাখ ৪ হাজার ৭৫৪ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৭ লাখ ৮৮ হাজার ৩০১ জন। এবং এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ২০২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৭৮৩ জন। যার মধ্যে মৃত্যুবরণ করেছেন ছয় লাখ ১৪ হাজার ৭ জন। এবং সুস্থ হয়েছেন দুই কোটি ৮২ লাখ ৭৮ হাজার ৩৯৪ জন। 

দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৯২ লাখ ৭৩ হাজার ৩৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। মারা গেছেন তিন লাখ ৬৩ হাজার ৯৭ জন। এবং সুস্থ হয়েছেন দুই কোটি ৭৭ লাখ ৭৮ হাজার ৮৯৪ জন।

তালিকায় এরপর পর্যায়ক্রমে রয়েছে— ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি। এ ছাড়া, সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়