শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১১, ৩১ জানুয়ারি ২০২৩  
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪

ছবি: সংগৃহীত

পেশোয়ার, পাকিস্তান, ৩১ জানুয়ারি (এপি/ইউএনবি) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা। সোমবারের ওই ঘটনায় ১৫টি আরও লাশ মঙ্গলবার পাওয়া যায়।

প্রধান উদ্ধার কর্মকর্তা বিলাল ফাইজি বলেন, হামলার পর মসজিদের ছাদ ধসে পড়ার পর তারা এখনও ধ্বংসস্তূপ অপসারণ করছেন।

তিনি আরও বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে বোমা হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এছাড়াও, মঙ্গলবার শোকার্ত ব্যক্তিরা পেশোয়ার ও অন্যান্য জায়গার বিভিন্ন কবরস্থানে বোমা হামলায় নিহতদের দাফন করছেন।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবানের কমান্ডার সারবাকাফ মোহমান্দ টুইটারে এক পোস্টে হামলার দায় স্বীকার করেছেন।

কিন্তু কয়েক ঘণ্টা পর টিটিপির মুখপাত্র মোহাম্মদ খুরাসানি বোমা হামলা থেকে গোষ্ঠীটিকে এড়িয়ে বলেন, মসজিদ, মাদরাসা ও ধর্মীয় স্থানলক্ষ্য করে হামলা চালানো তাদের নীতি নয়। যারা এই ধরনের কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন তারা টিটিপির নীতির অধীনে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারেন। টিটিপির একজন কমান্ডার কেন বোমা হামলার দায় স্বীকার করেছেন, সে বিষয়ে তার বিবৃতিতে কিছু বলা হয়নি।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়