শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

খাসোগি হত্যায় যুক্তরাষ্ট্রের আদালতে সৌদি যুবরাজের মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:২৬, ৭ ডিসেম্বর ২০২২  
খাসোগি হত্যায় যুক্তরাষ্ট্রের আদালতে সৌদি যুবরাজের মামলা খারিজ

ছবি: সংগৃহীত


ঢাকা (০৭ ডিসেম্বর): সাংবাদিক জামাল খাসোগি হত্যা পরিকল্পনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিযুক্ত করে করা মামলাটি খারিজ করেছে যুক্তরাষ্ট্রের আদালত। মঙ্গলবার মামলাটি খারিজ করেন ওয়াশিংটনের বিচারক জন বেটস।

মামলাটি খারিজ করে বিচারক জন বেটস বলেছেন, তিনি মামলাটি খারিজে রাজি ছিলেন না। কিন্তু বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি কিছু করতে পারেন না।

বেটস ২৫ পৃষ্ঠার রায়ে আরও বলেছেন, খাসোগি হত্যায় যুবরাজ সালমানের জড়িতের বিশ্বাসযোগ্য অভিযোগ ব্যাপারে আদালতের অস্বস্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র আদালতকে জানিয়েছে যে তিনি দায়মুক্তি পেয়েছেন।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। পরে তার লাশ কেটে টুকরো টুকরো করা হয়।

পশ্চিমা বিশ্বে এমবিএস নামে পরিচিত যুবরাজ শুরু থেকেই হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেন তার বাগদত্তা হেতিজে চেঙ্গিস। মামলায় অভিযোগ করা হয়, সৌদি নেতৃত্ব ও সেখানকার কর্মকর্তারা খাসোগিকে আটকে রেখে মাদক প্রয়োগ ও নির্যাতন করে হত্যা করেছেন।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়