শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৯ রমজান ১৪৪৫

গাজায় ইসরাইলের বোমাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৩৭, ৪ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৩:৩৯, ৪ ডিসেম্বর ২০২২
গাজায় ইসরাইলের বোমাবর্ষণ

ছবি: সংগৃহীত

ঢাকা (০৪ ডিসেম্বর): অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনি সংগঠন হামাসের দুইটি স্থাপনায় বোমা হামলা চালিয়েছে ইসরাইল। আজ রবিবার স্থানীয় সময় সকালে ইসরাইলি সেনাবাহিনী এ অভিযান চালায়। এখনো পর্যন্ত হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। খবর, এবিসি নিউজ-এর। 

এবিসি নিউজ-এর প্রতিবেদেন বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই এক টুঁইটার পোস্টে জানান, তাদের যুদ্ধবিমান একটি অস্ত্র কারখানায় হামলা চালায়। যেখানে হামাস রকেট বানায়।

দক্ষিণ গাজার একটি টানেল লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানান তিনি। তবে বোমা হামলায় গাজার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইসরাইলি বোমা হামলার প্রতিক্রিয়ায় হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, হামাস ২০২১ সালে ইসরাইলের সঙ্গে ১১ দিনের যুদ্ধ করেছিল। এতে ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়। ফলে উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। মিশরের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছায় তখন।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়