বৃহস্পতিবার

২৮ মার্চ ২০২৪


১৪ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

চীনের জিনজিয়াংয়ে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড, নিহত ১০

আর্তজাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৩৫, ২৫ নভেম্বর ২০২২  
চীনের জিনজিয়াংয়ে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড, নিহত ১০

ছবি: সংগৃহীত

ঢাকা (২৫ নভেম্বর): চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ আজ শুক্রবার জানিয়েছে। খবর, সিসিটিভি।

গতকাল বৃহস্পতিবার রাতে আঞ্চলিক রাজধানী উরুমকিতে আগুনের সূত্রপাত হয়।ওই অগ্নিকাণ্ড নেভাতে প্রায় তিন ঘণ্টা লেগেছিল।

দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের সবাই বেঁচে থাকার আশা করা হচ্ছে এবং আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মধ্য চীনের একটি শিল্প বাণিজ্য কোম্পানিতে অগ্নিকাণ্ডে ৩৮ জন মারা যাওয়ার কয়েকদিন পর এই ট্র্যাজেডিটি ঘটল। আনিয়াং শহরে আগুন লাগার ঘটনায় চারজনকে আটক করা হয় এবং স্থানীয় কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দেয়।

পুরনো অবকাঠামো, দুর্বল নিরাপত্তা সচেতনতা এবং কিছু ক্ষেত্রে, সরকারি দুর্নীতির কারণে চীনের চারপাশে সাম্প্রতিক অগ্নিকাণ্ড, বিস্ফোরণ এবং ভবন ধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে, নতুন করে করোনার প্রাদুর্ভাবের কারণে ওর বিরুদ্ধে লড়াই করে চলেছে দেশটি, লকডাউন ও কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে দেশটির লাখ লাখ মানুষকে নানাভাবে প্রভাবিত করছে।

Nagad
Walton

সর্বশেষ