United Commercial Bank (UCB)

শুক্রবার

০২ ডিসেম্বর ২০২২


১৮ অগ্রাহায়ণ ১৪২৯,

০৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

সুইডেনের সাভান্তে পাবো পেলেন চিকিৎসায় নোবেল

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৫২, ৩ অক্টোবর ২০২২   আপডেট: ১৬:০৩, ৩ অক্টোবর ২০২২
সুইডেনের সাভান্তে পাবো পেলেন চিকিৎসায় নোবেল

ছবি: সংগৃহীত

ঢাকা (০৩ অক্টোবর): এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতত্ত্ববিদ বিজ্ঞানী সাভান্তে পাবো।

সোমবার সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসায় এ বছরের বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

পুরস্কারের ঘোষণার পর নোবেল প্রাইজ কমিটির ফেসবুক পেজে বলা হয়েছে, মানব সভ্যতার উৎপত্তি সম্পর্কে জানতে চাওয়া সব সময়ই আমাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। আমাদের আগ্রহের বিষয় হলো কোথা থেকে এসেছি এবং আমাদের আগে যারা এসেছিল তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কী? হোমো সেপিয়েন্স কি অন্য হোমিনিনদের থেকে আলাদা? সভান্তে পাবোর গবেষণায় এ বিষয়ে আপাতদৃষ্টিতে অসম্ভব কিছু অর্জন রয়েছে।

চিকিৎসাশাস্ত্রে নোবেল ঘোষণার মধ্যে দিয়ে শুরু হলো এবছরের নোবেল ঘোষণার আয়োজন। এরপর ৪ অক্টোবর পদার্থবিজ্ঞানে, ৫ অক্টোবর রসায়নে, ৬ অক্টোবর সাহিত্যে, ৭ অক্টোবর শান্তি এবং শেষে ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল ঘোষণা করা হবে।

নোবেল পুরস্কার হিসেবে বিজয়ী একটি গোল্ড মেডেল ও ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান। ১২০ বছর আগে ১৯০১ সালে ৫টি বিভাগে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরে অর্থনীতিতেও নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৮ সালে।

১২৪ বছর আগে আলফ্রেড নোবেল যে তহবিল তৈরি করেছিলেন তা থেকে নোবেল জয়ীদের পুরস্কারের অর্থ দেয়া হয়।

 

 

Nagad

সর্বশেষ