শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু সোমবার থেকে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৪৪, ২ অক্টোবর ২০২২   আপডেট: ১৯:৪৫, ২ অক্টোবর ২০২২
নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু সোমবার থেকে

নোবেল প্রাইজ

ঢাকা (০২ অক্টোবর): প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই হিসাবে আগামীকাল সোমবার বিজয়ীদের এবারের নাম ঘোষণা শুরু হচ্ছে। প্রথম দিন চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। 

নোবেল কমিটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এরপর আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। এর পরের দিন ঘোষণা করে হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। এরপর যথাক্রমে ৬ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্যে ও ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। মাঝে শনি ও রবিবার বিরতি দিয়ে সোমবার ১০ অক্টোবর শেষদিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

শান্তিতে নোবেল পুরস্কার কে পেতে পারেন, তা নিয়ে প্রতি বছরই সবার আগ্রহ থাকে। এ বছরও এমনই কিছু ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থার নাম আলোচনায় এসেছে। 

উল্লেখ্য, নোবেল কমিটির দীর্ঘদিনের প্রথা অনুযায়ী শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কিন্তু তারা এ বিষয়ে আগে থেকে কিছু জানায় না।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়