শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত

আর্তজাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৩:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২২
কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত

ছবি: সংগৃহীত

ঢাকা (৩০ সেপ্টেম্বর): আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় আজ শুক্রবার কাবুল শহরের পশ্চিমে দাশে বারচি এলাকায় একটি শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর, রয়টার্স, বিবিসি’র।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, কাবুলের পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

দেশটির ওই শিক্ষা কেন্দ্রটির কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে শিক্ষার্থীরা সেখানে পড়ছিল।

আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে। তিনি বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি চলছিল। হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, হাসপাতালের এক সূত্রে জানা গেছে, হামলায় ২৩ জন নিহত হয়েছেন। আর তালেবানের আরেক সূত্রে জানা গেছে, ৩৩ জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারীরাও রয়েছেন বলে জানা গেছে। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

উল্লেখ্য, পশ্চিম কাবুলের একটি শিক্ষা কেন্দ্রে ২০২০ সালের হামলায় ২৪ জন নিহত হন। গতবছরের আগস্টে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে এবং তারা বলছে  স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

Nagad
Walton

সর্বশেষ