বৃহস্পতিবার

২৮ মার্চ ২০২৪


১৪ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

মায়ানমারে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আর্তজাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১২:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২২
মায়ানমারে ৫.৬ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

ঢাকা (৩০ সেপ্টেম্বর): মায়ানমারে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়।

বার্তাসংস্থা রয়টার্স ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বলছে, মায়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূকম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

ইএমএসসি আরও জানায়, স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে মায়ানমারের মওলাইকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

এদিকে আজ শুক্রবার ভোরে বাংলাদেশের বিভিন্ন স্থানেও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যায়। তবে কোনো সূত্র থেকে খবরটি নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মায়ানমারে মাঝে-মধ্যে ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। এর আগে গত মে মাসে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প দেশটির ফালাম শহরে আঘাত হানে।  

 

 

Nagad
Walton

সর্বশেষ