বুধবার

০৮ মে ২০২৪


২৫ বৈশাখ ১৪৩১,

২৯ শাওয়াল ১৪৪৫

এবার ’হ্যারি পটার’-এর লেখিকা রাওলিংকে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৩৯, ১৫ আগস্ট ২০২২  
এবার ’হ্যারি পটার’-এর লেখিকা রাওলিংকে হত্যার হুমকি

ছবি: সংগৃহীত

ঢাকা (১৫ আগস্ট): লেখক সালমন রুশদির উপর হামলার নিন্দা করায় এবার প্রাণনাশের হুমকি পেয়েছেন হ্যারি পটারের লেখিকা জেকে রাওলিং। তিনি টুইটারে এর হুমকির স্ক্রিনশট শেয়ার করেছেন।

সালমন রুশদির উপর হামলার নিন্দা করে আশঙ্কা প্রকাশ করেছিলেন রাউলিং। তিনি আশা প্রকাশ করেছিলেন রুশদি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এরপর তিনিও প্রাণনাশের হুমকি পান বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে মেসেজে লেখা হয়, 'চিন্তা করবেন না, এরপর আপনি'। যে টুইটার অ্যাকাউন্ট থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন রাউলিং, ওই অ্যাকাউন্ট থেকে রুশদির হামলাকারীর প্রশাংসা করা হয়েছে।

নিউইয়র্কে শুক্রবার বেলা ১১টার দিকে শৌতকুয়া ইনস্টিটিউটের মঞ্চে সালমন রুশদির ভাষণ শুরুর আগের মুহূর্তে তাঁর উপর হামলা হয়। হামলায় রুশদি মেঝেতে গড়িয়ে পড়ার পর দর্শকরা বিষয়টি বুঝতে পারেন। এক মার্কিন সংবাদসংস্থা জানিয়েছে, সালমন রুশদিকে ১০ থেকে ১৫ বার আঘাত করা হয়েছিল!

নিউ ইয়র্কের পুলিস জানিয়েছে, হামলাকারী হাদি মাতারকে গ্রেফতার করা হয়েছে। হাদি মাতার নিউ জার্সির ফেয়ারভিউ এলাকার বাসিন্দা। অতীতে অপরাধের কোনো রেকর্ড আছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।   

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়