শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

সালমান রুশদি ভেন্টিলেশনে আছেন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৪৯, ১৩ আগস্ট ২০২২   আপডেট: ১৪:০৫, ১৩ আগস্ট ২০২২
সালমান রুশদি ভেন্টিলেশনে আছেন

ছবি: সংগৃহীত

ঢাকা (১৩ আগস্ট) : স্যাটানিক ভার্সেস গ্রন্থের জন্য বিশ্বব্যাপী কঠোরভাবে সমালোচিত বিতর্কিত লেখক সালমান রুশদি গতকাল শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যে সাহিত্য বিষয়ক এক অনুষ্ঠানে উপর্যপুরি ছুরিকাঘাতের শিকার হওয়ার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। 

রুশদি আঘাতজনিত কারণে একটি চোখ হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার ইসলাম বিদ্বেষী বিভিন্ন লেখার কারণে তিনি ইরানের মৃত্যু হুমকির মুখে পড়েন। খবর বিবিসি ও  এএফপি’র।

এজেন্ট অ্যান্ড্রিউ ইউলি বলেন, এ হামলার শিকার হওয়ায় সালমান রুশদি একটি চোখ হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ হামলায় তার হাতের নার্ভ ও লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত রুশদি কথা বলতে পারছেন না।

নিউইয়র্ক অঙ্গরাজ্য পুলিশ এ হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির পরিচয় পেয়েছে। নিউজার্সির ফেয়ারফিল্ড থেকে আসা ২৪ বছর বয়সী এ ব্যক্তির নাম হাদি মাতার। তবে এ হামলার সম্ভাব্য উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায়নি।

পুলিশ জানায়, রুশদির ঘাড় ও তলপেটে ছুরিকাঘাত করা হয়। এ সময় কয়েকজন মঞ্চে উঠে সন্দেহভাজন ব্যক্তিকে ধরে সেখান থেকে নিচে নামিয়ে আনে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়