বৃহস্পতিবার

১৮ এপ্রিল ২০২৪


৫ বৈশাখ ১৪৩১,

০৯ শাওয়াল ১৪৪৫

ইসরাইলি বাহিনীর বিমান হামলায় শিশুসহ ১০ জন নিহত, আহত ৪৪

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৪৬, ৬ আগস্ট ২০২২  
ইসরাইলি বাহিনীর বিমান হামলায় শিশুসহ ১০ জন নিহত, আহত ৪৪

ছবি: সংগৃহীত

ঢাকা (০৬ আগস্ট): পশ্চিম তীরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল শুক্রবার নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় পাঁচ বছরের এক শিশুসহ ১০ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও ৪৪ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনভিত্তিক ইসলামিক জিহাদ জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস্টাইন টাওয়ারের অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে সেখানে থাকা ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের কমান্ডার তাইসির আল জাবারী নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে আল জাবারীর পাঁচ বছরের শিশুকন্যাও রয়েছে। আহত আরও ৪৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 এদিকে, গাজার ওই টাওয়ারটির একজন বাসিন্দা আল-জাজিরাকে বলেন, সবেমাত্র দুপুরের খাবার খেয়েছি। বাচ্চারা খেলছিল। এ সময় আমরা যে টাওয়ারে থাকি সেখানে হঠাৎ ব্যাপক শব্দে বিশাল বিস্ফোরণ ঘটে। আমরা পালিয়ে গেলাম। আমরা খুব হতবাক হয়ে গেলাম, কারণ জায়গাটি বেসামরিক লোকজনে পরিপূর্ণ ছিল। আমি অনেক হতাহতদের দেখেছি যাদের সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই দিন অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। খান ইউনিস এবং রাফাহ এর দক্ষিণাঞ্চলের পাশাপাশি আল-শুজাইয়া সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়