মঙ্গলবার

১৬ এপ্রিল ২০২৪


৩ বৈশাখ ১৪৩১,

০৭ শাওয়াল ১৪৪৫

থাইল্যন্ডে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৩, আহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১০:৩০, ৫ আগস্ট ২০২২   আপডেট: ১০:৩৪, ৫ আগস্ট ২০২২
থাইল্যন্ডে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৩, আহত ৩৫

ছবি: সংগৃহীত

ঢাকা (০৫ আগস্ট): থাইল্যান্ডের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। 

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। খবর রয়টাস-এর।

রয়টাস-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইটক্লাবে বৃহস্পতিবার আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

দেশটির স্থানীয় পুলিশ কর্মকর্তা কর্নেল উতিপং সোমজাই টেলিফোনে বলেছেন, চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নামক ওই নাইট ক্লাবে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতরা সবাই থাইল্যান্ডের নাগরিক বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাউন্টেন বি নাইট ক্লাবে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত একটায় অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে পুলিশ কর্মকর্তা উতিপং সোমজাই ফোনে রয়টার্সকে জানিয়েছেন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়