বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:০০, ১ জুলাই ২০২২  
রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় ১৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা (০১ জুলাই): ইউক্রেনের বন্দরনগরী ওডেসার কাছে একটি আবাসিক এলাকাতে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় দুই শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

একটি ভিডিও চিত্রে দেখা গেছে শুক্রবার ভোরে ওডেসার ৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের সেরহিভকা শহরের বেশ কয়েকটি ভবন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইউক্রেনের সংবাদ মাধ্যম জানিয়েছে অ্যাপার্টমেন্ট ভবন এবং রিসোর্ট এলাকাকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ এন্ড্রি ইয়েরমাক বলেছেন, একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের জনগণকে হত্যা করছে। যুদ্ধেক্ষেত্রে পরাজিত হওয়ার কারণে তারা এখন আমাদের বেসামরিক লোকজনকে হত্যা করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের ডেপুটি হেড কিরিল টিমোশেঙ্কো বলেছেন, ক্ষেপনাস্ত্র হামলায় দুই শিশুসহ ১৮ জন মারা গেছেন। ওডেসা আঞ্চলিক সরকারের মুখপাত্র সেরহি ব্রাচুক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছেন এ হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন।

ইউক্রেনের জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ১৮ জনের মধ্যে ১৬ জন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের হামলাতেই নিহত হয়েছেন।

রাশিয়া অবশ্য প্রতিবারই বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু পরিণত করার কথা অস্বীকার করে আসছে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়