শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত দেশকে ১৫০ বছর পিছিয়ে দেবে: জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০০, ২৫ জুন ২০২২  
সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত দেশকে ১৫০ বছর পিছিয়ে দেবে: জো বাইডেন

ছবি: সংগৃহীত

ঢাকা  (২৫ জুন): গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত দেশকে ১৫০ বছর পিছিয়ে দেবে বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার সুপ্রিম কোর্ট পাঁচ দশক আগেকার 'রো বনাম ওয়েড' নামে পরিচিত মামলার সেই যুগান্তকারী রায় দেওয়ার পর এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে দিয়ে গর্ভপাতের অনুমোদন দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্তের ক্ষমতা প্রতিটি অঙ্গরাজ্যের ওপর ছেড়ে দিয়েছে।

এ রায়ের প্রেক্ষিতে জো বাইডেন বলেছেন, যুগান্তকারী রো বনাম ওয়েড সিদ্ধান্ত বাতিল করে সুপ্রিম কোর্ট একটি "দুঃখজনক ত্রুটি" করেছে। ওয়েড সিদ্ধান্ত নারীদের গর্ভপাতের অধিকারকে সংরক্ষিত করে।

টুইটে বাইডেন লিখেছেন, "আদালত যা আগে কখনো করেনি তা করেছে: স্পষ্টভাবে বহু আমেরিকানের জন্য একটি মৌলিক সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। এটি একটি কট্টর আদর্শের উপলব্ধি এবং আমার দৃষ্টিতে সুপ্রিম কোর্টের একটি দুঃখজনক ত্রুটি।" বাইডেন আরও বলেন এই সিদ্ধান্ত দেশকে ১৫০ বছর পিছিয়ে দেবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রো বনাম ওয়েড সিদ্ধান্তকে বাতিল করার কয়েক ঘন্টা পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জো বাইডেন। গর্ভধারণের ১৫ সপ্তাহ পরে গর্ভপাত করতে চাওয়া মহিলাদের জন্য সাংবিধানিক সুরক্ষার অবসান ঘটিয়েছে এই সিদ্ধান্ত।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গর্ভপাতের এই রায়ের প্রভাব যে বিভিন্ন রাজ্যের মহিলাদের উপর পড়বে তাদের অধিকার রক্ষার জন্য তার ক্ষমতার মধ্যে সব কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

তিনি আরও বলেন, "এটি একটি চরম এবং বিপজ্জনক পথ।" যদিও এই অন্দলনের কর্মীদেরকে "সব প্রতিবাদ শান্তিপূর্ণ রাখতে" আহ্বান জানিয়েছিলেন তিনি। তিনি সতর্ক করে দেন যে গর্ভপাতের রায় গর্ভনিরোধ এবং সমকামী বিবাহের অধিকারকে ক্ষুন্ন করতে পারে।

এক জরিপে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে সন্তানধারণে সক্ষম তিন কোটি ৬০ লাখ নারী গর্ভপাতের সুবিধা থেকে বঞ্চিত হবে।

সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এই রায়কে স্বাগত জানিয়েছেন। শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের নিন্দা করেছেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একে মৌলিক স্বাধীনতার ওপর আক্রমণ বলে উল্লেখ করেছেন।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন নিষ্ঠুর এই সিদ্ধান্তের অর্থ হচ্ছে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে নারীর অধিকারের বিষয়টি নির্বাচনী ইস্যু হিসেবে বিবেচিত হবে।

মার্কিন সুপ্রিম কোর্ট, ৬-৩ রায়ে, রিপাবলিকানদের সমর্থন করা মিসিসিপি আইনকে বৈধতা দিয়েছে। এই আইন গর্ভধারণের ১৫ সপ্তাহের পরে গর্ভপাত নিষিদ্ধ করে। শুক্রবারের ফলাফল প্রায় অর্ধেক রাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করবে বলে মনে করা হচ্ছে।

১৯৭৩ সালের যুগান্তকারী রো বনাম ওয়েডের রায়টি গর্ভপাতের জন্য একজন মহিলার সাংবিধানিক অধিকারকে স্বীকৃতি দেয় এবং সম্পূর্ণ দেশে তাকে বৈধতা দেয়। রিপাবলিকান এবং ধর্মীয় রক্ষণশীলরা এই প্রক্রিয়াটিকে সীমিত অথবা নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়