মঙ্গলবার

২৩ এপ্রিল ২০২৪


১০ বৈশাখ ১৪৩১,

১৪ শাওয়াল ১৪৪৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১ হাজার কোটি আফগানি বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৪৪, ২৩ জুন ২০২২  
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১ হাজার কোটি আফগানি বরাদ্দ

ছবি: সংগৃহীত

ঢাকা (২৩ জুন): আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে সহস্রাধিক নিহত এবং ১ হাজার ৫০০ জন আহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার এক হাজার কোটি আফগানি বরাদ্দের ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

গত মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ভূমিকম্প আঘাত হানে। এ সময় দেশটির লোকেরা ঘুমাচ্ছিলেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরের একটি স্থানে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিকাল সেন্টারের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পটি আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে অনুভূত হয়েছে। 

সংবাদ সম্মেলনে দুর্যোগ উপমন্ত্রী মালাউই সারাফুদ্দীন মুসলিম জানান, নিহতদের পরিবারকে ১ লাখ আফগানি দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার আফগানি।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়