বুধবার

২৪ এপ্রিল ২০২৪


১১ বৈশাখ ১৪৩১,

১৫ শাওয়াল ১৪৪৫

রাশিয়ার ওপর ইউরোপের নিষেধাজ্ঞা আত্মহত্যার শামিল: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২৬, ১৭ মে ২০২২  
রাশিয়ার ওপর ইউরোপের নিষেধাজ্ঞা আত্মহত্যার শামিল: পুতিন

ছবি: সংগৃহীত

ঢাকা (১৭ মে): রাশিয়ার বিরুদ্ধে ইউরোপে তেল সরবরাহের নিষেধাজ্ঞা আত্মহত্যার শামিল বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এ ধরনের সিদ্ধান্তে তারা নিজেরাই কেবল ক্ষতিগ্রস্থ হবে।

মঙ্গলবার পুতিন জ্বালানি সংক্রান্ত এক বৈঠকে বলেছেন, তেল খাত একটি "গঠনগত পরিবর্তন" এর মধ্য দিয়ে যাচ্ছে। কর্মকর্তাদের তিনি দেশের সুবিধার জন্য পশ্চিমের পদক্ষেপগুলি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ইউরোপ নিজের সিদ্ধান্তের ফলস্বরূপ জ্বালানির দাম এবং উচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হবে। অবশ্যই, এই ধরনের অর্থনৈতিক আত্মহত্যা ইউরোপীয় দেশগুলির ঘরোয়া বিষয় বলেও পুতিন উল্লেখ করেন।

পুতিন বলেন, ইউরোপের এ ধরনের "বিশৃঙ্খল পদক্ষেপ" কেবল তাদের নিজস্ব অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে না, রাশিয়ার তেল ও গ্যাস থেকে রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

পুতিন বলেন, সরকার তেল কোম্পানিগুলোকে তাদের ব্যবসায়ক মডেল পরিবর্তন করতে সহায়তা করবে। তিনি বলেন, সরকার তেল কোম্পানিগুলোকে তাদেও অবকাঠামো উন্নত করার পাশাপাশি হাইড্রোকার্বনের গভীর প্রক্রিয়াকরণ এবং রাশিয়ান মুদ্রায় অর্থ পাওয়া নিশ্চিত করতে সহায়তা করবে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়