শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

বিশ্বে করোনায় আরও দুই হাজার মৃত্যু, প্রায় শনাক্ত ছয় লাখ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১১:৪৫, ১৩ মে ২০২২   আপডেট: ১২:০০, ১৩ মে ২০২২
বিশ্বে করোনায় আরও দুই হাজার মৃত্যু, প্রায় শনাক্ত ছয় লাখ

ফাইল ছবি, সংগৃহিত

ঢাকা (১৩ মে): মহামারি করোনাভাইরাসে আক্রান্তও আক্রান্ত হয়ে মৃত্যু দুই-ই বেড়েছে। বিশ্বে বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে  প্রায় দুই হাজার মানুষ মারা গেছেন। এ সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে প্রায় ছয় লাখ মানুষের। 

আজ শুক্রবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান দেওয়অ ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারস’ থেকে এ তথ্য জানা যায়। 

ওয়ার্ল্ডোমিটারস জানায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৬১ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৮৪ হাজার ৪১১ জনে। 

একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ৬৪৯ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগী বেড়েছে প্রায় ২৩ হাজার। এর ফলে, অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট শনাক্ত পৌঁছেছে ৫১ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার ৭৮৭ জনে।


তারা আরও জানিয়েছে, গত একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। অবশ্য, শনাক্তের হিসাবে শীর্ষে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৮৪ জন। এ সময়ে দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৫৮ জন। এ নিয়ে যুক্তরাজ্যে মোট শনাক্ত ২ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৬১৫ জন এবং ১ লাখ ৭৬ হাজার ৭০৮ জনের মৃত্যু হল।

আর যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২২২ জন মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৮৩০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত আট কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ১০ লাখ ২৬ হাজার ১০৯ জন।

ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, জার্মানিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৬৫২ জন এবং মারা গেছেন ১৭৯ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ৯১০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬২৮ জনের।

এদিকে, বিগত ২৪ ঘণ্টায় ফ্রান্সে শনাক্ত ৩৬ হাজার ৪৭ জন এবং মারা গেছেন ৮৪ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫৭০ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৯ জন।


আর রাশিয়ায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে চার হাজার ৬৫ জনের শরীরে। দেশটিকে এ সময়ে মারা গেছেন ১১১ জন। রাশিয়ায় এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৮২ লাখ ৪৫ হাজার ৩৯৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজার ৩৫৯ জন।

এ পর্যন্ত সংক্রমণের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২১ হাজার ২৪৪ জন এবং মারা গেছেন ১৩৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত ৩ কোটি ৬ লাখ ৩৯ হাজার ১৩০ জন এবং মারা গেছেন ৬ লাখ ৬৪ হাজার ৭০০ জন।

আর সংক্রমণের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুর সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। তবে এ সময়ে ভাইরাসটিতে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ৪ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৬০০ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ১৮১ জন।

করোনায় আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে টানা ২২ দিন কোনো করোনা রোগী মারা যাননি। সবশেষ গত ২০ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এবং ২০২০ সালের ১১ মার্চ করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়