শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চলবে: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫৬, ২১ জানুয়ারি ২০২২   আপডেট: ২০:০২, ২১ জানুয়ারি ২০২২
নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চলবে: ল্যাভরভ

ছবি: সংগৃহীত

ঢাকা (২১ জানুয়ারি): মস্কোর নিরাপত্তার দাবি ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ।

শুক্রবার জেনেভাতে মার্কিন পরনরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা শেষে তিনি এ কথা জানিয়ে বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে লিখিত জবাব পাবেন বলে আশা করছেন। খবর রয়টার্স, আল জাজিরা।  

শুক্রবার উচ্চ পর্যায়ের এ আলোচনার মধ্য দিয়েই ব্লিংকেন গুরুত্বপূর্ণ ইউরোপ সফর শেষ করলেন। এ সফরের মাধ্যমে তিনি ইউরোপীয় দেশগুলোর কাছে ওয়াশিংটনের সহযোগি হিসেবে মস্কোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করেছেন।

ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে লিখিত ভাবে মস্কোকে তাদের উদ্বেগ এবং পরিকল্পনার কথা জানাবেন।
তিনি বলেন তারা দুজনই একমত হয়েছেন যে, ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকট নিয়ে কূটনীতি চালিয়ে যেতে হবে।

বৈঠক শেষে সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় ইউক্রেন নিয়ে কোন অগ্রগতি না হলেও, ওয়াশিংটন এবং মস্কো পরস্পরের উদ্বেগ বুঝতে পেরেছে এবং দুই দেশই সঠিক পথে রয়েছে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়