সোমবার

০৬ মে ২০২৪


২৩ বৈশাখ ১৪৩১,

২৬ শাওয়াল ১৪৪৫

কাজাখস্থানের সহিংসতায় ২২৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:২১, ১৬ জানুয়ারি ২০২২  
কাজাখস্থানের সহিংসতায় ২২৫ জন নিহত

ছবি: সংগৃহীত

ঢাকা (১৬ জানুয়ারি): কাজাখস্থানে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হওয়া সহিংসতায় ২২৫ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে।

শনিবার রাষ্ট্রীয় আইনজীবিদের মুখপাত্র সেরিক শালাবায়েভ এক ব্রিফিংয়ে জানিয়েছেন, জরুরি অবস্থার সময় ২২৫ টি মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৯ জন ছিলেন নিরাপত্তা বাহিনী এবং সামরিক বাহিনীর সদস্য। অন্যরা সহিংসতায় অংশ নেওয়া শসস্ত্র দুস্কৃতকারী বলে তিনি উল্লেখ করেন।

কোন কোন বেসামরিক নাগরিক এ সহিংসতার বলি হয়েছেন বলে সেরিক শালাবায়েভ দুঃখ প্রকাশ করেন।

কাজাখস্তান এর আগে স্বীকার করেছিল সহিংসতায় ৫০ জনের কম লোক নিহত হয়েছেন এদের মধ্যে ২৬ জন সশস্ত্র অপরাধী এবং ১৮জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া সরকারি টেলিগ্রাম চ্যানেলে গত সপ্তাহে ১৬৪ জন নিহতের তথ্য জানানো হয়েছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আসেল আরতাকশিনোভা জানিয়েছেন ২৬০০ জনের বেশি মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৬৭ জনের অবস্থা আশঙ্কাজনক।    

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়