মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

কোভ্যাক্সের ১০ কোটি ডোজ ‘বাতিল করেছে’ নিম্ন আয়ের দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:২৩, ১৪ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:০৯, ১৪ জানুয়ারি ২০২২
কোভ্যাক্সের ১০ কোটি ডোজ ‘বাতিল করেছে’ নিম্ন আয়ের দেশগুলো

ছবি: রয়টার্স থেকে সংগৃহীত

ঢাকা (১৪ জানুয়ারি): মেয়াদ দ্রুত ফুরিয়ে আসায় গত ডিসেম্বরে নিম্ন আয়ের দেশগুলো টিকা বিতরণের বৈশ্বিক জোট কোভ্যাক্সের ১০ কোটির ডোজেরও বেশি টিকা বাতিল করেছে বলে জানিয়েছে ইউনিসেফ। খবর, রয়টার্সের। 

রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইউনিসেফের সরবরাহ বিভাগের পরিচালক এটলেভা কাডিলি গত বৃহস্পতিবার ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদের এ কথা জানান। 

বিশ্বজুড়ে গণটিকাদান কর্মসূচি সম্প্রসারণ করতে গিয়ে বিভিন্ন দেশ যখন  করোনাভাইরাসের টিকার সঙ্কটের কথা জানাচ্ছে , তখন কোভ্যাক্স ১৫০টি দেশে ১০০ কোটি ডোজ সরবরাহ করেছে বলে দাবি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এটলেভা কাডিলি বলেন, টিকা বাতিল করার মূল কারণ হল খুব স্বল্প মেয়াদি টিকা সরবরাহ করা হয়েছিল। নিম্ন আয়ের দেশগুলোতে টিকা সংরক্ষণের জন্য যথাযথ ও পর্যাপ্ত ফ্রিজিং ব্যবস্থা না থাকায় কোভ্যাক্সের টিকা পাঠানোর কর্মসূচিও বিঘ্নিত হয়েছে।

এটলেভা কাডিলি বলছেন, দরিদ্র দেশগুলোতে অনেক মানুষ করোনার টিকা নিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যা তাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর মারাত্মক চাপ ফেলেছে।

আন্তর্জাতিক সেবাদাতা সংস্থা কেয়ার জানিয়েছে, কঙ্গো ও নাইজেরিয়াসহ আরও ৩০টি দরিদ্র দেশে কোভ্যাক্স যত টিকা পাঠিয়েছে, তার অর্ধেকেরও কম টিকা তারা নাগরিকদের দিতে পেরেছে।

কোভ্যাক্সের টিকা বিতরণে সহযোগী গাভি বলছে,  চলমান সঙ্কট নিরসনে এখন বেশিদিন মেয়াদি টিকা সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি দরিদ্র দেশগুলোর টিকা সংরক্ষণ সক্ষমতারও দিকে নজর রাখা হচ্ছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়