বুধবার

২৪ এপ্রিল ২০২৪


১১ বৈশাখ ১৪৩১,

১৪ শাওয়াল ১৪৪৫

ভারতে করোনায় একদিনে আড়াই লাখ সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৪২, ১৩ জানুয়ারি ২০২২  
ভারতে করোনায় একদিনে আড়াই লাখ সংক্রমণ

ছবি: সংগৃহীত

ঢাকা (১৩ জানুয়ারি): করোনার সংক্রমণ শঙ্কাজনক করে বেড়েই চলেছে ভারতে। একদিনে দেশটিতে প্রায় আড়াই লাখ মানুষের দেহে মহামারি করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। খবর, এনডিটিভি।

এনডিটিভি’র প্রতিবেদনে জানা যায়, ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জন। যা কিনা আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে, আক্রান্তের পাশাপাশি গত এক দিনে আরও ৩৮০ জনের মৃত্যু হওয়ায় মহামারিতে ভারতে মৃত্যুর মোট সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জনে পৌঁছাল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হারও এক দিনের ব্যবধানে সাড়ে ১১ শতাংশ থেকে বেড়ে ১৩ দশমিক ১১ শতাংশে পৌঁছেছে। যা গত মে মাসের পর সর্বোচ্চ।

প্রসঙ্গত, ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখে পৌঁছেছে। যাদের মধ্যে ওমিক্রন ধরনে শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জনের মধ্যে। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৫৩১ জন, যা কিনা মোট সংক্রমিতের ৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়