বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

ভারত-রাশিয়ার সম্পর্ক আন্তঃদেশীয় বন্ধুত্বের মডেল: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১২, ৬ ডিসেম্বর ২০২১   আপডেট: ২০:১৩, ৬ ডিসেম্বর ২০২১
ভারত-রাশিয়ার সম্পর্ক আন্তঃদেশীয় বন্ধুত্বের মডেল: নরেন্দ্র মোদি

ছবি: সংগৃহীত

ঢাকা (০৬ ডিসেম্বর): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার সঙ্গে দেশের সম্পর্ককে আন্তঃদেশীয় বন্ধুত্বের মডেল বলে উল্লেখ করেছেন। সোমবার নয়া দিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছে তিনি এ মন্তব্য করেন। খবর জি নিউজ, এনএনআই।

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে মোদি বলেন, কোভিড-১৯ মহামারির মধ্যে দুদেশের সম্পর্ক আরো গভীর এবং বন্ধুত্বপূর্ণ হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলেও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক এখনো একই রয়েছে।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া ভারতকে একটি প্রভাবশালী দেশ, বন্ধু এবং দীর্ঘ দিনের পরীক্ষিত রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। আমাদেও দুদেশের মধ্যকরা সম্পর্ক আরও জোরদার হচ্ছে এবং ভবিস্যতে তারা আরো বাড়বে বলে আমি আশা করছি।

ভøাদিমির পুতিন সোমবার ভারতে পৌছানোর পর প্রধানমন্ত্রী তাকে ২১তম ভারত-রাশিয়া শীর্ষ সমে¥লনে যোগ দিতে হায়দারাবাদ হাউসে স্বাগত জানান।     

এ শীর্ষ সম্মেলনের পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং সের্গেই ল্যাভরভের মধ্যে বৈঠক এবং প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হবে।

এসব বৈঠকে বাণিজ্য, মহাকাশ, প্রযুক্তি এবং জ্বালানি বিষয়ে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়