রোববার

১২ মে ২০২৪


২৯ বৈশাখ ১৪৩১,

০৪ জ্বিলকদ ১৪৪৫

ফিলিস্তিনে আবারও ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:১৯, ৩ জুলাই ২০২১   আপডেট: ০০:২০, ৩ জুলাই ২০২১
ফিলিস্তিনে আবারও ইসরাইলের বিমান হামলা

ফাইল ছবি, সংগৃহিত

ঢাকা (০২ জুলাই): দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিমান হামলা চালিয়েছে। আজ শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে ইসরাইল এ বিমান হামলা চালায়। খবর, দ্য গার্ডিয়ান।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ডিফেন্স ফোর্স এক বার্তায় জানায়, গাজা থেকে বিস্ফোরক-ভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। তবে, এ হামলার বিষয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি।

এর পূর্বে, ১০ মে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরাইল। এরপর থেকে ২১ মে পর্যন্ত হানাদার ইসরাইলের বিমান হামলায় গাজায় ২৮৯ ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে হামাসের ছোড়া রকেটে নিহত হন ১৩ জন ইসরাইলি। পরে মিসরের মধ্যস্থতায় ২১ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। 

তবে, ইসরাইল এ যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে। এ পর্যন্ত তারা বেশ কয়েকবার হামলা চালিয়েছে তারা।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়