রোববার

১২ মে ২০২৪


২৯ বৈশাখ ১৪৩১,

০৪ জ্বিলকদ ১৪৪৫

ভারতে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৪৪, ২ জুলাই ২০২১   আপডেট: ১৭:৪৬, ২ জুলাই ২০২১
ভারতে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

ছবি: সংগৃহীত

ঢাকা (০২ জুলাই): মহামারি করোনাভাইরাসে ভারতের বিপর্যয় বেড়েই চলেছে। এর মধ্যেই এই প্রাণঘাতী ভাইরাসে দেশটিতে মৃত্যু চার লাখ ছাড়িয়েছে। 

এদিকে,  গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮৫৩ জন। ফলে ভারতে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল চার লাখ ৩১২ জনে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার দেশটির অন্যতম শীর্ষ গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। এর ফলে, দেশটিতে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি চার লাখ ৫৮ হাজার মানুষ।

প্রসঙ্গত, চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত সারা বিশ্বে মারা গেছেন ৩৯ লাখ ৭১ হাজার মানুষ। এরমধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৬ লাখ ২০ হাজার জন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়