বৃহস্পতিবার

০২ মে ২০২৪


১৯ বৈশাখ ১৪৩১,

২৩ শাওয়াল ১৪৪৫

পাকিস্তানে তুষারপাতে আটকা হাজারো গাড়ি, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:০১, ৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১৭:১৬, ৮ জানুয়ারি ২০২২
পাকিস্তানে তুষারপাতে আটকা হাজারো গাড়ি, নিহত ২১

ছবি: সংগৃহীত

ঢাকা (০৮ জানুয়ারি): পাকিস্তানের উত্তরে তুষারপাতের ফলে ভারী বরফে হাজারো গাড়ি আটকা পড়েছে। এ ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। পাহাড়ের চূড়ায় শহর মুরির কাছে তারা আটকা পড়ে। দেশটির সেনাবাহিনী এখনো আটককৃতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। খবর, বিবিসি ও  এএফপি’র।  

প্রতিবেদনে বলা হয়েছে, মুরি দেশটির রাজধানী ইসলামাবাদের উত্তরে এক পাহাড়ের শহর। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, গতকাল শুক্রবার পর্যটকরা ভারী তুষারে আটকা পড়ে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুষারঝড়ে অন্তত ১ হাজার গাড়ি হাইওয়েতে আটকা পড়ে। 

দেশটির পুলিশ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভারী তুষারপাত দেখতে সাম্প্রতিক দিনগুলোতে ওই শহরে এক লাখের বেশি পর্যটকের গাড়ি প্রবেশ করে। এর কারণে ওই শহরের প্রবেশ ও বের হওয়ার পথে ব্যাপক জ্যামের সৃষ্টি হয়।  

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, ওই এলাকাকে বর্তমানে ‘দুর্যোগময় এলাকা' হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং মানুষজনকে ওই এলাকা থেকে দূরে থাকতে বলছে স্থানীয় প্রশাসন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়