শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

কারাগারে অ্যান্টি-ভাইরাসের স্রষ্টা ম্যাকাফির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৯, ২৪ জুন ২০২১  
কারাগারে অ্যান্টি-ভাইরাসের স্রষ্টা ম্যাকাফির মৃত্যু

জন ম্যাকাফি। ছবি: সংগৃহীত

ঢাকা (২৪ জুন): স্পেনের বার্সেলোনার কারাগারে অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারের উদ্যোক্তা জন ম্যাকাফিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। খবর বিবিসি।

কর ফাঁকি দেওয়ার অভিযোগে স্পেনের আদালত বুধবার তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে রাজি হওয়ার কয়েক ঘণ্টা মধ্যেই তার মৃত্যুর পাওয়া গেছে।

কাতালান বিচার বিভাগ জানিয়েছে, কারাগারের চিকিৎসকরা ৭৫ বছর বয়সী ম্যাকাফিকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেও সফল হননি।

কারাগার থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, সব আলামত দেখে মনে হচ্ছে ম্যাকাফি আত্মহত্যা করেছেন।

প্রযুক্তির জগতে বিতর্কিত ম্যাকাফির কোম্পানি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে অ্যান্টি-ভাইরাসের সফটওয়্যার বাজারে আনে।

তার এই ম্যাকাফি ভাইরাস স্ক্যানের কারণে কম্পিউটার বিশ্বে শত শত কোটি ডলারের শিল্প গড়ে ওঠে। পরবর্তীতে প্রযুক্তিজগতে প্রভাবশালী প্রতিষ্ঠান ইন্টেলের কাছে এটি ৭৬০ কোটি ডলারে বিক্রি করা হয়।

২০২০ সালের অক্টোবরে জন ম্যাকাফি তুরস্কে যাওয়ার জন্য বিমানে ওঠার আগ মুহূর্তে স্পেনের বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে চার বছর ধরে ট্যাক্স রিটার্ন দাখিল না করার অভিযোগ ছিল।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ করেছে যে, ম্যাকাফি তার আয়ের টাকা ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যাকাউন্টে নমিনিদের নামে জমা করে ট্যাক্সের দায় এড়িয়ে গেছেন।

তার বিরুদ্ধে ইয়ট, রিয়েল এস্টেটসহ অন্যদের নামে কেনা আরও বহু সম্পদের হিসাব গোপন করার অভিযোগ ছিল।

ম্যাকাফিকে এসব অভিযোগের মুখোমুখি করতে বুধবার স্পেনের জাতীয় আদালত তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর অনুমতি দেয়।

ইংল্যান্ডের গ্লুসেস্টারশায়ারে জন্মগ্রহণকারী ম্যাকাফি ১৯৮০-এর দশকে প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং ম্যাকাফি ভাইরাস স্ক্যান সামনে এনে প্রথমবারের মতো আলোচনায় আসেন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়