বৃহস্পতিবার

২৮ সেপ্টেম্বর ২০২৩


১৩ আশ্বিন ১৪৩০,

১৩ রবিউল আউয়াল ১৪৪৫

বাঁশ থেকে তৈরি হেডফোন; নাম "বাম্বাস” 

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:৪১, ২ জুন ২০২৩  
বাঁশ থেকে তৈরি হেডফোন; নাম

সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: নাম আকাংশ চতুর্বেদী, পড়ছেন আইআইটি বম্বে স্নাতকে। উদ্ভাবন প্রিয় এই তরুন সবাইকে তাক লাগিয়েছে বাঁশের হেডফোন বানিয়ে। বাঁশ থেকে বানানো তার হেডফোনের নাম "বাম্বাস। আইআইটি বম্বেতে তার আইডিসি কোর্স চলাকালীন একটি প্রোজেক্ট এর জন্য বাঁশের হেডফোনগুলি তৈরি করেছিলেন তিনি। বাঁশের বহুমুখীতা, স্থায়িত্বতা এবং সহজ লভ্যতার কারনে তার প্রজেক্টে বাঁশকে বেঁছে নেন তিনি। 

আকাংশ চতুর্বেদী বলেন, আমাদের চারপাশে আমরা প্রচুর ই-বর্জ্য দেখতে পায় যা আমাদের পরিবেশকে দূষিত করছে। প্রতিনিয়ত আমরা হেড ফোন ব্যবহার করছি, আবার নষ্ট হলে তা ফেলে দিচ্ছি। এভাবে ই –বর্জ্য আরো বাড়ছে। 

তাই বাশের স্থায়িত্বের দিকে বিবেচনা করেই বাঁশ দিয়ে হেডফোন তৈরি করার দিকে ঝুঁকি। এর ফলে যেমন একদিকে ই-বর্জ্য কমবে, আবার খরচ ও কমবে।  সহজলভ্যতার কারনে আকাশ বাঁশ থেকে এখনো বিভিন্ন ডিজাইনের পণ্য তৈরি করে চলেছেন। 

আকাংশ চতুর্বেদী ইনদোর থেকে ইঞ্জিনিয়ারিং পাশের পর বোম্বেতে প্রোডাক্ট ডিজাইন নিয়ে পড়াশুনা করেন। 

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়