শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৯ রমজান ১৪৪৫

গাজায় শরণার্থী শিবিরে আগুনে ১০ শিশুসহ ২১ জনের মৃত্যু

আর্তজাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:০৩, ১৮ নভেম্বর ২০২২   আপডেট: ১৩:০৬, ১৮ নভেম্বর ২০২২
গাজায় শরণার্থী শিবিরে আগুনে ১০ শিশুসহ ২১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা (১৮ নভেম্বর): বিশ্বের অন্যতম জনবহুল অঞ্চল ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে ১০ শিশুসহ কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বিবিসি এ খবর জানিয়েছে।

উপত্যকার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছেন, জাবালিয়া নামের জনবহুল একটি শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে পুরো ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট আটটি শরণার্থী শিবিরের একটি ‘জাবালিয়া’। ওই আটটি শরণার্থী শিবিরে প্রায় ৬ লাখ লোকের বাস। গাজার মোট বাসিন্দা ২৩ লাখ।

এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অগ্নিকাণ্ডের ঘটনাকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়