শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৯ রমজান ১৪৪৫

বেবি শার্ক ডান্স, ভিউ ১০০ কোটির বেশি

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:১০, ১৫ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:১১, ১৫ জানুয়ারি ২০২২
বেবি শার্ক ডান্স, ভিউ ১০০ কোটির বেশি

ছবি: সংগৃহীত

ঢাকা (১৫ জানুয়ারি): ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও হিসেবে ১০০ কোটির বারের চেয়ে বেশি দেখা হয়েছে পিঙ্কফংয়ের ‘বেবি শার্ক ডান্স’ ভিডিও। এ ভিডিওটি ইউটিউবে এখন সবচেয়ে বেশি দেখা ভিডিও ক্যাটাগরিতে স্থান পেয়েছে।

২০১৬ সালের ১৮ জুন এ ভিডিওটি শিশুদের জন্য ছোট ছোট গান এবং গল্প নিয়ে করা শিশুদের ইউটিউব চ্যানেল পিঙ্কফংয়ে আপলোড করা হয়েছিল। এ রিপোর্ট লেখার সময় এর ভিউ ছিল ১০১ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ৯০৫।

এ ভিডিওতে দেখা যায় একটি মেয়ে এবং ছেলে শিশু গানের সঙ্গে সঙ্গে গান গাইছে আর নাচ করছে। পেছনে পানিতে একটি বেবি অ্যানিমেটেড শার্কও গানের তালে তালে তাদের সঙ্গে নাচছে।

২০১৫ সালে বেবি শার্ক ভিডিওতে গানটি গেয়েছিল কোরিয়ান-আমেরিকান গায়িকা হোপ সেগোইন। তখন তার বয়স ছিল ১০ বছর। ২০১৬ সালে গানের ভিডিও ইউটিউবে প্রকাশের পর, ২০২১ সালে নিকেলোডিয়ন প্রি-স্কুল সিরিজের বেবি শার্ক’স বিগ শোর জন্য নির্মান করা হয়।

বেবি শার্ক ভিডিওর ওপর ভিত্তি করে একটি ফিচার ফ্লিমও নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।   

 

Nagad
Walton

সর্বশেষ