Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতেও টাইগারদের পরাজয়

সোমবার

০৭ জুলাই ২০২৫


২৩ আষাঢ় ১৪৩২,

১০ মুহররম ১৪৪৭

পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতেও টাইগারদের পরাজয়

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২০, ১৯ নভেম্বর ২০২১   আপডেট: ১৮:২১, ১৯ নভেম্বর ২০২১
পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতেও টাইগারদের পরাজয়

ছবি: পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতেও টাইগারদের পরাজয়

ঢাকা (১৯ নভেম্বর): আবারও বাংলাদেশের পরাজয়। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে শোচনীয় পরাজয়ের পর শুক্রবার দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচও হেরে গেল বাংলাদেশ। সিরিজের প্রথম এ ম্যাচে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।

রান তাড়ায় নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। বিশ্বকাপে দুর্দান্ত খেলা দলটি ১৬ রানেই প্রথম উইকেট হারায়। ইনফর্ম মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করে দেন মুস্তাফিজুর রহমান। আরেক ওপেনার তথা অধিনায়ক বাবর আজমও তাসকিনের বলে বোল্ড হওয়ার আগে করে ৯ বলে ৩ রান। পাকিস্তানের দূর্গে তৃতীয় আঘাত হানেন মেহেদি হাসান। এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন হায়দার আলী। বিশ্বকাপে দারুণ ব্যাটিং করা অভিজ্ঞ অল-রাউন্ডার শোয়েব মালিক আজ 'ডাক' মেরে ফিরেন। তাকে দারুণভাবে রান-আউট করেন নুরুল হাসান সোহান। ২৪ রানে নেই ৪ উইকেট।

মুস্তাফিজুর রহমানের করা ১৮তম ওভারেই আবারও ম্যাচে ফিরে পাকিস্তান। ওই ওভার থেকে ১৫ রান নেন শাদাব আর নওয়াজ। ১৯তম ওভারে শরীফুলও মার খান। নওয়াজের দুই ছক্কায় আসে আরও ১৫ রান। আমিনুল ইসলামের করা শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন শাদাব খান। ১০ বলে ৩ চার ১ ছক্কায় ২১* রানে অপরাজিত শাদাব খান। আর মোহাম্মদ নওয়াজ অপরাজিত থাকেন ৮ বলে ১ চার ২ ছক্কায় ১৮* রানে। ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তাসকিন। ১টি করে উইকেট নিয়েছেন মেহেদি, মুস্তাফিজ আর শরিফুল।

এর আগে আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান তোলে বাংলাদেশ। করোনা পরবর্তী সময়ে বহুদিন পর মিরপুরে ফিরেছে দর্শক। ঘরের মাঠে দর্শকদের সাথে নিয়েও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১২৭/৭ (নাঈম ১, সাইফ ১, শান্ত ৭, আফিফ ৩৬, মাহমুদউল্লাহ ৬, সোহান ২৮, শেখ মেহেদী ৩০*, বিপ্লব ২, তাসকিন ৮*; নাওয়াজ ১/২৭, হাসান ৩/২২, ওয়াসিম ২/২৪, হারিস ০/৩৩, শাদাব ১/২০)

পাকিস্তান: ১৯.২ ওভারে ১৩২/৬ (রিজওয়ান ১১, বাবর ৭, ফখর ৩৪, হায়দার ০, মালিক ০, খুশদিল ৩৪, শাদাব ২১*, নাওয়াজ ১৮*; মেহেদী ১/১৭, তাসকিন ২/৩১, মোস্তাফিজ ১/২৬, শরিফুল ১/৩১, মাহমুদউল্লাহ ০/১৯, আমিনুল ০/৬)

ফলাফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: হাসান আলী (পাকিস্তান)।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়