শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

দেশে ফিরে আসছেন সাইফউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:০৮, ২৮ অক্টোবর ২০২১  
দেশে ফিরে আসছেন সাইফউদ্দিন

ছবি সংগৃহীত

ঢাকা (অক্টোবর ২৮): পিঠের চোটের কারণে বিশ্বকাপ শেষ মোহাম্মদ সাইফউদ্দিনের। চলতি বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচসহ মোট ৭টি ম্যাচ খেলার পর মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ছিটকে পড়তে হয়েছে এই অল-রাউন্ডারকে।

সাইফউদ্দিনের বাদ পড়ায় দলে যুক্ত হন রিজার্ভ বেঞ্চে থাকা পেসার রুবেল হোসেন। দল থেকে বাদ পড়ায় দেশে ফিরতে হচ্ছে সাইফউদ্দিনকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, আজই দেশে ফিরে যাচ্ছেন সাইফউদ্দিন।

চলতি আসরে চারটি ম্যাচে সাইফউদ্দিন নেন মোট ৫ উইকেট। স্কটল্যান্ডের বিপক্ষে ১টি, ওমানের বিপক্ষে ১টি, পাপুয়া নিউগিনির পক্ষে ২টি ও শ্রীলঙ্কার বিপক্ষে নেন ১ উইকেট।

মঙ্গলবার দিবাগতে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানায়, চোটে পড়া সাইফউদ্দিনের বদলে বাংলাদেশ দলের মূল একাদশে যুক্ত হয়েছেন পেসার রুবেল হোসেন।

মূল পর্বে বাংলাদেশের আরও ৩টি ম্যাচ রয়েছে। শ্রীলঙ্কা ও ইংল্যান্ড ম্যাচে হারের পর বাকি তিন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়