শনিবার

০৪ মে ২০২৪


২১ বৈশাখ ১৪৩১,

২৫ শাওয়াল ১৪৪৫

ম্যারাডোনা কাপে খেলবে বার্সেলোনা-বোকা জুনিয়র্স

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:০৫, ২৬ অক্টোবর ২০২১   আপডেট: ১৮:০৬, ২৬ অক্টোবর ২০২১
ম্যারাডোনা কাপে খেলবে বার্সেলোনা-বোকা জুনিয়র্স

ছবি সংগৃহীত

ঢাকা (অক্টোবর ২৬): আগামী ১৪ ডিসেম্বর আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মরণে সৌদি আরবের রিয়াদের মারসুল পার্কে মুখোমুখি হবে লা লিগা জায়ান্ট বার্সেলোনা ও আর্জেন্টিনার ঘরোয়া ক্লাব বোকা জুনিয়র্স। ঐতিহাসিক এই ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে পারবেন প্রায় পঁচিশ হাজার দর্শক।

১৯৮১-৮২ মৌসুমে বোকা জুনিয়রসের হয়ে অভিষেক হয় ম্যারাডোনার। এরপর স্প্যানিশ ক্লাব বার্সোলোনার জার্সিতে মোট ৫৮টি ম্যাচ খেলেন এই কিংবদন্তি। বার্সার হয়ে জেতেন কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও স্প্যানিশ লিগ কাপ। ক্লাব ক্যারিয়ারে পড়ন্ত বেলায় আবার ফিরে আসেন পুরোনো ক্লাব বোকা জুনিয়র্সে।

গত বছরের ২৫ নভেম্বর পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান এই আর্জেন্টাইন কিংবদন্তি। তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে ম্যারাডোনা কাপ।

ম্যারাডোনার সাবেক দুই ক্লাবের লড়াইটি অবশ্যই এই প্রথম নয়। ২০১৮ সালে হুয়ান গাম্পার ট্রফিতেও মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচটিতে বার্সা জিতেছিল ৩-০ গোলের ব্যবধানে।

 

Walton

সর্বশেষ