মঙ্গলবার

২৩ এপ্রিল ২০২৪


১০ বৈশাখ ১৪৩১,

১৪ শাওয়াল ১৪৪৫

সাফ চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না এলিটা কিংসলের

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০২১  
সাফ চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না এলিটা কিংসলের

ছবি সংগৃহীত

ঢাকা (সেপ্টেম্বর ২৭): আগামী ১ অক্টোবর থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। উক্ত টুর্নামেন্টে খেলা হচ্ছে না এলিটা কিংসলের।

ফিফা থেকে এখনো ছাড়পত্র আনতে পারেনি বাফুফে। ছাড়পত্র আনতে আরো সময় লাগবে। ফলে, শেষ পর্যন্ত এলিটা কিংসলেকে বাদ দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপের ২৩ জনের দল ঘোষণা করতে যাচ্ছেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ অস্কার ব্রুজন। নাইজেরিয়ান বংশোদ্ভূত এই বাংলাদেশি ফরোয়ার্ডকে ২৭ জনের প্রাথমিক দলে রেখেছিলেন কোচ।

কিন্তু ফিফার অনুমোদন না মেলায় আপাতত জাতীয় দলের জার্সি গায়ে খেলা হচ্ছে না এলিটা কিংসলের।

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে মঙ্গলবার দুপুরে মালদ্বীপ রওনা দিচ্ছে জাতীয় ফুটবল দল। তার আগে সোমবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা। শেষ সেশনের পর অস্কার ব্রুজন ২৩ জনের দল চূড়ান্ত করেছেন।

এর আগে বসুন্ধরা কিংস এএফসি কাপে এলিটা কিংসলেকে নিয়ে মালদ্বীপে গেলেও তাকে খেলাতে পারেনি ফিফার অনুমতি না থাকায়। ধারণা করা হচ্ছে, এলিটা কিংসলের বিষয়ে ফিফার সিদ্ধান্ত আসতে আরও সময় লাগবে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়