Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মঈনের প্রত্যাশা আরও মুসলিম ক্রিকেটার পাবে ইংল্যান্ড

রোববার

০৬ জুলাই ২০২৫


২২ আষাঢ় ১৪৩২,

০৯ মুহররম ১৪৪৭

মঈনের প্রত্যাশা আরও মুসলিম ক্রিকেটার পাবে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২১  
মঈনের প্রত্যাশা আরও মুসলিম ক্রিকেটার পাবে ইংল্যান্ড

ছবি সংগৃহীত

ঢাকা (সেপ্টেম্বর ২৭): ইংল্যান্ড দলে মঈন আলীকে সব সময়েও অন্যরকম দেখা গেছে। এই যেমন গত ২০১৯ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর সবাই যখন শিরোপা হাতে উল্লাস করছে শ্যাম্পেন ছিটিয়ে, তখন মঈন ছিলেন সবার থেকে আলাদা।

দল থেকে খানিকটা দূরে সরে দাঁড়িয়েছিলেন দুই মুসলিম ক্রিকেটার মঈন আলি ও আদিল রশিদ। ধর্মের প্রতি তারা এতটাই শ্রদ্ধাশীল যে সতীর্থদের সঙ্গে শ্যাম্পেন ছিটানো থেকে বিরত থাকেন মঈন ও আদিল।

২০১৪ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া মঈনের পুরো ক্যারিয়ার জুড়েই ছিল এমন ধর্মীয় বিশ্বাস। কখনও সতীর্থদের সঙ্গে উল্লাস করেননি ধর্মীয় রীতিনীতির বাইরে গিয়ে।

৩৪ বছর বয়সী মঈন আলী দীর্ঘ সাত বছর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা মঈন ২৭ সেপ্টেম্বর সিদ্ধান্ত নেন আর খেলবেন না টেস্ট ক্রিকেট।

বিদায়বেলায় মঈন জানিয়েছেন ক্যারিয়ারে কাকে অনুপ্রেরণা হিসেবে মেনেছেন। দক্ষিণ আফ্রিকান আরেক মুসলিম ক্রিকেটার হাশিম আমলা ছিলেন মঈনের অনুপ্রেরণার নাম।

“সবসময়ই অনুপ্রেরণার জন্য কাউকে প্রয়োজন হয়। অথবা এমন কারো প্রয়োজন হয়, যাকে দেখে আপনি ভাবতে পারেন যে, সে পারলে আমিও পারবো। আমি আশা করছি, এখন অনেক মানুষই এমনটা ভাবছে।”

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হাশিম আমলাকে অনুপ্রেরণা হিসেবে জানিয়ে মঈন বলেন, “আমি জানি সে ইংল্যান্ডের নয়, তবু হাশিম আমলার মতো একজন... তাকে যখন প্রথম দেখলাম, আমি ভেবেছি সে যদি পারে তাহলে আমিও পারবো। এই ছোট বারুদটা প্রয়োজন হয়।”

মঈন আশা করেছেন ভবিষ্যতে ইংল্যান্ড দলে আরও মুসলিম ক্রিকেটার দেখার। তিনি মনে করছেন, তাকে দেখে আরও অনেক মুসলিম এগিয়ে আসবেন ক্রিকেটে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়