শুক্রবার

১৯ সেপ্টেম্বর ২০২৫


৪ আশ্বিন ১৪৩২,

২৬ রবিউল আউয়াল ১৪৪৭

রেকর্ড গোলদাতা ও বিশ্বকাপজয়ী জিমি গ্রিভস আর নেই

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২১  
রেকর্ড গোলদাতা ও বিশ্বকাপজয়ী জিমি গ্রিভস আর নেই

ছবি সংগৃহীত

ঢাকা (সেপ্টেম্বর ১৯): টটেনহামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপজয়ী স্ট্রাইকার জিমি গ্রিভস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। রবিবার সকালে নিজ বাসভূমে মৃত্যুবরণ করেন তিনি।

চেলসির জার্সিতে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন গ্রিভস। এরপর এক মৌসুম এসি মিলানে কাটিয়ে যোগ দেন টটেনহামে। স্পার্সদের জার্সিতে ক্যারিয়ারের সেরা সময় কাটান গ্রিভস। ৯ বছর টটেনহামে কাটিয়ে তিনি পরে যোগ দেন ওয়েস্ট হামে।

স্পার্সদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৯ ম্যাচে ২৬৯ গোল করেছেন গ্রিভস। যা ইংলিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের রেকর্ড।

তার মধ্যে ১৯৬২-৬৩ মৌসুমে টটেনহামের হয়ে সর্বোচ্চ ৩৭ গোল করেন তিনি। যা এখনো ভাঙতে পারেনি ক্লাবটির কেউ।

১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন গ্রিভস। দেশের হয়ে ৫৭ ম্যাচ খেলে ৪৪ গোল করেছেন তিনি।

গ্রিভসের মৃত্যুতে টটেনহাম এক বিবৃতিতে জানায়, ‘কিংবদন্তি জিমি গ্রিভসের মৃত্যুর খবরে আমরা খুবই ব্যথিত। তিনি কেবল টটেনহামের রেকর্ড গোলদাতা নয়, দেশের সব সময়ের সেরা স্ট্রাইকারের একজন।’

১৯৬১ সালের ডিসেম্বরে স্পার্সদের জার্সিতে অভিষেকেই হ্যাটট্রিক করেন গ্রিভস। প্রতিপক্ষ ছিল ব্ল্যাকপুল। ১৯৬২ সালে এফএ কাপ ও ১৯৬৩ সালে কাপ উইনার্স কাপ জিতেছেন তিনি।

স্ত্রী ইরিনা, চার সন্তান ও ১০ নাতি-নাতনি ও তাদের সন্তানদের সঙ্গে বাস করতেন গ্রিভস।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়