শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

নিউজিল্যান্ডকে রমিজ রাজার ‘হুমকি’

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২১  
নিউজিল্যান্ডকে রমিজ রাজার ‘হুমকি’

ছবি সংগৃহীত

ঢাকা (সেপ্টেম্বর ১৮): টসের ঠিক আগ মুহূর্তে ম্যাচ না খেলার ইচ্ছা প্রকাশ করে নিউজিল্যান্ড। এমন সিদ্ধান্তের বিপরীতে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদ্য নিযুক্ত চেয়ারম্যান রমিজ রাজা।

দেড় যুগ পর পাকিস্তান সফরে কিউইরা। সব কিছু প্রস্তুত ছিল। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তার অজুহাতে মাঠে না নামার ঘোষণা দেয় সফরকারীরা। শুধু ম্যাচ নয় পুরো সফরই বাতিল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক বিবৃতিতে জানায়, তাদের সরকারের ধারণা পাকিস্তানে অবস্থানরত জাতীয় দলের ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার মুখে রয়েছে। তাই দেশে ফিরে যেতে হচ্ছে তাদের।

এমন সিদ্ধান্তের পর বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন রমিজ রাজা।

টুইট পোস্টে পিসিবি প্রধান লিখেছেন, ‘দিনটি হতাশার। সমর্থক ও খেলোয়াড়দের জন্য খুব খারাপ লাগছে। নিরাপত্তার কারণ দেখিয়ে সিরিজ প্রত্যাহার করে নেয়া খুবই হতাশাজনক। বিশেষ করে যখন সিদ্ধান্তটি হঠাৎ করে আসে। নিউজিল্যান্ড আসলে কোন দুনিয়ায় বসবাস করছে। আইসিসিতেই এর জবাব দিতে হবে।’

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়