বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

করোনার প্রকোপে বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হলো মেয়েদের এশিয়ান কাপ

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:১৭, ২৫ জুলাই ২০২১  
করোনার প্রকোপে বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হলো মেয়েদের এশিয়ান কাপ

ছবি সংগৃহীত: অনুশীলনে নারী ফুটবলাররা

ঢাকা (জুলাই ২৪): এশিয়ান কাপ মেয়েদের ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশের অবস্থান হয়েছে ‘জি’ গ্রুপে। আগামী ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর সিলেটে হওয়ার কথা ছিল এই গ্রুপের খেলা। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ভেন্যু বাতিল করেছে। এখন নিরপেক্ষ ভেন্যুতে হবে এই গ্রুপের খেলা।

ফিফা কাউন্সিল ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেছেন, ‘করোনার কারণে ইরান ও জর্দান বাংলাদেশে আসতে রাজি হয়নি। তাই বাংলাদেশে হচ্ছে না গ্রুপ পর্ব।’

বাছাই পর্বের ভেন্যু নিয়ে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা গ্রুপ পর্বের খেলার জন্য স্বাগতিক ছিলাম। সিলেটে হওয়ার কথা ছিল। কিন্তু এখন এএফসি থেকে জানানো হয়েছে সিলেটে খেলা হবে না। করোনার কারণে বাতিল হয়েছে। গতকালই (শুক্রবার) এই খবর জানতে পেরেছি।’

নিজেদের মাঠে খেলতে না পেরে কোচ একটু হতাশ, ‘নিজেদের মাঠে খেলা হলে মেয়েরা আরও উজ্জীবিত হয়ে খেলার সুযোগ পেতো। দর্শক উপস্থিতি থাকতো। এখন তো তা হচ্ছে না। তারপরও আমরা চেষ্টা করবো ভালো করতে।’

এশিয়ান কাপ বাছাইয়ে ২৮ দল ৮ গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল খেলবে মূল পর্বে। আগামী সেপ্টেম্বরে হবে বাছাই পর্ব। মূল পর্ব আগামী জানুয়ারিতে ভারতে হবে। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়