শুক্রবার

১০ মে ২০২৪


২৭ বৈশাখ ১৪৩১,

০২ জ্বিলকদ ১৪৪৫

জিম্বাবুয়ে সফরের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:১৫, ২৩ জুন ২০২১  
জিম্বাবুয়ে সফরের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা

ছবি সংগৃহীত

ঢাকা (জুন ২৩): বুধবার চূড়ান্ত হয়েছিল বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের চূড়ান্ত সূচি। একইদিনে আসন্ন এই সিরিজের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।

টেস্টে এবং ওয়ানডের জন্য ১৭জন এবং টি-টোয়েন্টির জন্য ১৬ সদস্যের দল দিয়েছেন তারা। এর মধ্যে ডিপিএলে ভালো পারফর্ম করা নুরুল হাসান সোহান ডাক পেয়েছেন তিন ফরম্যাটেই। আর টি-টোয়েন্টিতে নতুন মুখ হিসেবে দেখা যাবে শামিম হোসেন পাটোয়ারিকে।

টেস্ট স্কোয়াড: মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম ইসলাম, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।

ওয়ানডে: তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ , লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম শেখ, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়