বুধবার

২৪ এপ্রিল ২০২৪


১১ বৈশাখ ১৪৩১,

১৫ শাওয়াল ১৪৪৫

কাঙ্খিত জয়ের দেখা পেলো আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩৫, ১৯ জুন ২০২১  
কাঙ্খিত জয়ের দেখা পেলো আর্জেন্টিনা

ছবি: জয়সূচক গোলটি করেন রিয়াল বেটিস তারকা গুইদো রড্রিগেজ

ঢাকা (জুন ১৯): কোপা আমেরিকায় শুরুটা হতাশাজনক ছিল আর্জেন্টিনার। মেসির গোলের পরও চিলির সঙ্গে তারা ড্র করেছিল ১-১ গোলে। উরুগুয়ের বিপক্ষে এবার আর জয় বঞ্চিত হয়নি আলবিসেলেস্তেরা।

এবার সেই মেসির ঝলকেই উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে আর্জেন্টিনা।

শনিবার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে গড়ায় খেলাটি। শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা আর্জেন্টিনা ১৩ মিনিটেই গোলের দেখা পায়। লিওনেল মেসির ক্রস থেকে হেডে জয়সূচক গোলটি করেন রিয়াল বেটিস তারকা গুইদো রড্রিগেজ।

এর আগে লাওটারো মার্টিনেজ একটি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা এ সময় দ্বিগুণ হতে পারতো।

গোল আদায়ের পর থেকেই রক্ষণাত্মক খেলতে শুরু করে আর্জেন্টিনা। এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি। বলের দখলে উরুগুয়ে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার রক্ষণ ভেঙে অন টার্গেটে একটি শটও নিতে পারেননি লুইস সুয়ারেজ-এডিনসন কাভানিরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই ম্যান থেকে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে চিলি। এক ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে প্যারাগুয়ে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়